মার্চে অ্যান্ড্রয়েডে আসছে সুপার মারিও রান
আপডেটঃ 3:04 am | January 20, 2017

স্মার্টফোন গেম সুপার মারিও রান চলতি বছরের মার্চে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে নিনটেনডো। জনপ্রিয় এ গেমটি গত বছরের ডিসেম্বর মাসে আইওএস প্ল্যাটফর্মে প্রথম উন্মুক্ত করা ছেড়েছিল প্রতিষ্ঠানটি।
সুপার মারিও রান গেমটি প্রথম উন্মুক্তের চারদিন পরেই রেকর্ড সংখ্যক ৪০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছিল। পুরো গেমটি খেলার জন্য অর্থ খরচ করতে হবে। ৯ দশমিক ৯৯ ডলার খরচ করে গেমটির পুরো সংস্করণ পাওয়া যাবে।
সুপার মারিও রান গেমটি আগের মারিও গেমসের মতোই ভার্চুয়াল একটি দুনিয়ায় দৌড়ানো ও কয়েন সংগ্রহ করার খেলা, যেখানে শত্রুকে এড়িয়ে পয়েন্ট বাড়াতে হয়।
গেমটিতে তিনটি মোড আছে। ওয়ার্ল্ড ট্যুর মোডে কয়েন সংগ্রহ ও একটি লক্ষ্যে এগোতে হয় এবং টোড র্যালিতে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস