রবিদাস সমিতির ৮নং দাওগাঁও ইউনিয়ন শাখার কমিটি গঠিত
আপডেটঃ 2:00 am | January 22, 2017

স্টাফ রিপোর্টার ॥ মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়ন রবিদাস সমিতির শাখার কমিটি গঠিত হয়েছে। ১৩ জানুয়ারী‘১৭ দুপুর ১২টায় পাড়ার পাবইজান কাঠবওলায় অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন ফুলচাঁন রবিদাস। সভায় বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সম্মানিত উপদেষ্টা টি এল রবিদাস, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রিপন রবিদাস, সাধারন সম্পাদক হেমেন্দ্র রবিদাস, সহ সভাপতি নিলু রবিদাস, সাংগঠনিক সম্পাদক চাঁন রবিদাস, সহ সাংগঠনিক সম্পাদক অনিল রবিদাস, কোষাধ্যক্ষ রতন রবিদাস, সমাজকল্যান সম্পাদক রাজু রবিদাস, সদস্য লিটন, সুমন, রাজিব, স্বপন, চন্দন, দুখী, অমর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচনার পর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি ফুলচাঁন রবিদাস, সহ সভাপতি মতিয়া রবিদাস, সাধারন সম্পাদক মন্টু রবিদাস, সহ সাধারন সম্পাদক সুভাস রবিদাস, কোষাধ্যক্ষ লিটন রবিদাস, সাংগঠনিক সম্পাদক বলেস্বর রবিদাস, প্রচার সম্পাদক দীলিপ রবিদাস, সমাজ কল্যান সম্পাদক কমল রবিদাস, দপ্তর সম্পাদক স্বপন রবিদাস, মহিলা সম্পাদিকা কাজলী রানী দাস, নির্বাহী সদস্য সুজন, মহেশ, রতন।