ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আবারো অধাবেলা হরতাল
আপডেটঃ 5:55 pm | January 25, 2017

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে অধাবেলা হরতালের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিকক্ষ-শিক্ষার্থীরা।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে আন্দোলন কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আবুল হাশেম আবারও এ হরতালের ঘোষণা দেন। এ সময় শিক্ষক রুহুল আমিন, আব্দুল মতিন, খায়রুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণের দাবিতে চলমান আন্দোলনের আহ্বায়ক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হাশেম বলেন, কলেজ জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অধাবেলা হরতাল কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ফুলবাড়িয়া কলেজকে অবিলম্বে জাতীয়করণের ঘোষণা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।