ময়মনসিংহে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র জমিয়তের বর্নাঢ্য র্যালী
আপডেটঃ 3:46 am | January 26, 2017

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সু-শৃংখলা ও বর্নাঢ্য র্যালী করেছে জেলা ছাত্র জমিয়ত। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চরপাড়া মোড় এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় পতাকা উড়িয়ে বর্নাঢ্য এ র্যালী করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এর আগে সংগঠনের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্র জমিয়তের সভাপতি মতিউর রহমান মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারন সম্পাদক মুফতী মাহবুবুল্লাহ, যুগ্ম-সম্পাদক মাও: নুরুল আবসার মাসুম, সাংগঠনিক সম্পাদক মাও: মুহাম্মদ আলী, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবুল কাশেম, জেলা যুব জমিয়তের সেক্রেটারি নুরুদ্দীন সরকার, জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি শরিফুল ইসলাম, ছাত্রনেতা সাজ্জাদুল করীম শুআইব, ইউসুফ বিন মনীর, নূরে আলম, আ.আলীম,তালহা’সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে ছাত্র রাজনীতির নামে দেশের শিক্ষাঙ্গন গুলোতে চরম অস্থিরতা বিরাজ করছে। এ অস্থিরতা পরিবর্তনে ছাত্র জমিয়তকে এগিয়ে আসতে হবে। ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের শপথ নিয়ে ছাত্র জমিয়ত কর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন করে পথ চলতে হবে।