গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত যুবলীগ কর্মীর মৃত্যু ঃ দাফন সম্পন্ন
আপডেটঃ 9:45 pm | March 14, 2017
গফরগাঁও প্রতিনিধি ঃময়মনসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামের পিতার নাম আক্কাস আলী দপ্তরী। সে দুই সন্তানের জনক।
নিহতের পরিবার জানান, গয়েশপুর এলাকায় ডিশের ব্যবসায়ী খোকার ডিশ লাইনের তার চুরি যাওয়ার খোকা ডিশ লাইনের কাজ করার জন্য মঙ্গলবার রাতে রফিককে বিদ্যুতের খুটিতে উঠায়।
কাজ করার সময় হঠাৎ রফিক বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং শরীরে বুকের নিচে অংশ পুড়ে যায়। আহত অবস্থায় তাকে দ্রুত রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ কর্মী রফিক শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মারা যায়।
এদিকে তার মৃত্যুতে পরিবারের লোকজনসহ এলাকায় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শনিবার বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় পাইথল ইউপির চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালীসহ আওয়ামীলীগ নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে নিহত যুবলীগ কর্মীর ভাগ্নে পাঁচবাগ ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল মালেক জানান, স্কুল পড়–য়া দুটো ছোট্র ছেলে রেখে গেছেন তিনি। পিতাকে অকালে হারিয়ে আজ ছেলেরা তাদের লেখাপড়া নিয়ে চিন্তিত। তাই সকলেই আর্থিক সহযোগিতায় কামনা করছেন পরিবারটি।