ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের সময়সূচী চূড়ান্ত
আপডেটঃ 7:56 pm | March 15, 2017

২০১৮ সালে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মাটিতে মার্চ মাসে লঙ্কানদের মাটিতে সিরিজটি অনুষ্ঠিত হবে।
লঙ্কানদের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিরিজটি আয়োজন করা হচ্ছে বলে জানা যায়। লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালাস বুধবার এক সংবাদ সম্মেলনে সিরিজটি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অংশ নিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের
প্রতিনিধি হিসেবে ছিলেন বোর্ড প্রধান নির্বাহী জহরি।
ত্রিদেশীয় সিরিজটি টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। সিরিজটি ৩১ মার্চ ২০১৮ সাল থেকে মাঠে গড়াবে।