দেশীয় অস্ত্র, মোটর সাইকেল, সীম কার্ড সহ ওয়ারেন্টভূক্ত ০১ জন আসামী গ্রেফতার।
আপডেটঃ 8:57 pm | March 15, 2017

সংবাদ বিজ্ঞপ্তিঃ গত ১৪ মার্চ ২০১৭ ইং তারিখ রাত্রি আনুমানিক ২২.৩০ ঘটিকায় র্যাব–১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নামাকাতলা সেন নয়াপাড়া গ্রামস্থ আসামীর বসতবাড়ী হতে সি আর মামলা নং–৬৭৭/২০১৬ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ০২ নং আসামী মোঃ শাহিন (৪৭), পিতা– মৃত কছিম উদ্দিন, সাং– নামাকাতলা সেন নয়াপাড়া, থানা– কোতোয়ালী, জেলা– ময়মনসিংহকে ১। ১টি লাল রংয়ের উঅণঅঘএ ৮০ সিসি মোটর সাইকেল ২।
৬টি দেশীয় অস্ত্র (০২টি রামদা, ০১টি ছুরি, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল এবং ০১টি এসএস পাইপ) ৩। ০৫টি সীম কার্ডসহ গ্রেফতার করা হয়। উলে¬খ্য যে, তার বিরুদ্ধে আরো ০২ টি সিআর মামলা রয়েছে যার মামলা নং– ৫৮৪/১৬ এবং ১১৩১/১৬। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামতসমূহ মামলা মূলে থানায় হস্তান্তর করা হয়েছে।