৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ২৬০০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আপডেটঃ 9:00 pm | March 15, 2017

সংবাদ বিজ্ঞপ্তিঃ গত ১৪ মার্চ ২০১৭ ইং তারিখ সন্ধা ১৮.৪৫ ঘটিকার সময় র্যাব–১৪, সিপিসি–৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এডি চন্দন দেব নাথ ও এএসপি আবুল কালাম আজাদ এর নেতৃতে একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিত্বে¡ বি–বাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সাতবর্গ এলাকা হতে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (২৮),
পিতা–আঃ মমিন, সাং–হাতুরা পাড়া, থানা– বিজয় নগর, জেলা– বি–বাড়ীয়াকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট এবং মাদক বিক্রির নগদ ২,৬০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা), মোবাইল সেট ও টাকা মামলা মূলে থানায় হস্তান্তর করা হয়েছে।