ময়মনসিংহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগর আটক
আপডেটঃ 4:26 pm | March 16, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী,: ময়মনসিংহ সদর উপজেলার গন্ডপা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সাগর মিয়া (২৭) মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি জুয়েল চাকমা এর নেতৃতে সদর উপজেলার গন্ডপা গ্রামস্থ আসামীর নিজ বাড়ী হতে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮,২৫৫ টাকাসহ গ্রেফতার করা হয়।
আসামীকে থানায় হস্তান্তর ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।