তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের স্মারকলিপি
আপডেটঃ 7:17 pm | March 19, 2017

শাহজাদা আকন্দ, নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন গতকাল রবিবার দুপুরে জনস্বার্থে অবিলম্বে তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের দাবী সমূহ হচ্ছে, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও জনদুর্ভোগ নিরসন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত বিজয় ভাষ্কর্য নির্মাণ ও বর্ষার পানি আসার পূর্বেই মগড়া নদীর উপর মোক্তারপাড়া ব্রীজের নির্মাণ কাজ মান সম্মতভাবে শেষ করা।
নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের কার্যকরি সভাপতি প্রবীন আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক খানে আলম খান অন্যান্য নেতৃবৃন্দকে সাথে জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান-এর কাছে আনুষ্ঠানিকভাবে স্মাকলিপি হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক এসব দাবী বাস্তবায়নে তার প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।