২৬ মামলার আসামী দুলাল পিস্তুলসহ গ্রেফতার
আপডেটঃ 8:27 pm | March 20, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরী থেকে পেশাদার ডাকাত ২৬ মামলার আসামী দুলাল আহাম্মেদকে (৫০) পিস্তুলসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের ডিবি। তাহার বিরুদ্ধে ধষর্ণ, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক সহ দেশের বিভিন্ন থানায় মোট ২৬ টি মামলা রহিয়াছে।
সোমবার দুপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিবি’র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আ: মালেক খান, এস.আই মলয় চক্রবর্তী পিপিএম, এএসআই মো: জিন্নাত হাসান মানিকসহ সঙ্গীয় ফোর্স নিয়া শহর ও আশপাশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ভোর ৫টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উত্তর পার্শ্বে আলম ব্রিকস ফিল্ডে প্রবেশের কাচা রাস্তা হতে আসামী দুলাল আহাম্মেদের দেহ তল্লাশী করিয়া ০৩ (তিন) রাউন্ড ভর্তি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখিয়া ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ ক ধারার অপরাধে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।