ফুলবাড়ীয়ার দিলরুবা দীর্ঘ লম্ফে ঢাকা বিভাগে প্রথম
আপডেটঃ 8:41 pm | March 20, 2017

সেলিম হোসাইন, ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী দিলরুবা আক্তার দিনা দীর্ঘ লম্ফে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
আন্তঃকলেজ (উমা) খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬-২০১৭ তে দীর্ঘ লম্ফ (মহিলা) ইভেন্টে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে এই কৃতিত্ব অর্জন করে। জানা যায়, দিলরুবা আক্তার দিনা ইতিপূর্বে জেলা ও আঞ্চলিক পর্যায়েও প্রথম স্থান অধিকার করে। সে উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের মোঃ দুলাল হোসেন এবং মোছাঃ আমেনা বেগমের কন্যা।