ফুলবাড়ীয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন
আপডেটঃ 10:25 pm | March 21, 2017

ফুলবাড়ীয়া সংবাদদাতা ঃ ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বিলপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে সোমবার রাত ১২ টার দিকে আগুন দিয়েছে দুর্র্র্বৃত্তরা। আগুনে বিদ্যালয় ভবন পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা খাতুন। তিনি জানান, পরিত্যক্ত পুরাতন ভবনটি আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খবর দেয়া হয়েছে। পরে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি জানান, সোমবার রাত ১২ টার দিকে তার বিদ্যালয়ের পুরাতন পরিত্যক্ত ভবনে হঠাৎ করে আগুন লেগে যায়। মানুষের ডাক চিৎকারে তিনিও বিদ্যালয়ে ছুটে যান।
আগুনের লেলিহান শিখা থেকে টিনসেটের ১৬ ফুট দৈর্ঘ ৮ ফুট প্রশস্তের ঘরটি রক্ষা করা যায় যায়নি। এতে ৪০/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।