ময়মনসিংহের গর্ব মোসাদ্দেকের ক্রিকেটীয় জীবনের কষ্টের গল্পটিকি জানেন?
আপডেটঃ 7:54 pm | March 23, 2017

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থায় চাকরি করতেন বাবা আবুল কাশেম। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক দেখে ক্রীড়াপ্রেমী বাবাই মোসাদ্দেককে ময়মনসিংহের একটি স্থানীয় ক্লাবে ভর্তি করে দেন। সে থেকেই ক্রিকেটের সঙ্গে পথ চলা শুরু। ২২ গজের যোদ্ধা জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা যোগাতেন মোসাদ্দেকের বাবাই।প্রায় ৯ বছর আগে জীবনযুদ্ধে ঠেলে দিয়ে পরলোক গমন করেন আবুল কাশেম। সংসারে শুরু হয় অনটন। অভাবের তাড়নায় শহরতলীর জমিও বিক্রি করেছেন মা হোসনে আরা বেগম। তবু নিজের স্বপ্ন থেকে এক চুলও পিছপা হননি মোসাদ্দেক, সংগ্রাম করেছেন। রপ্ত করে নিয়েছেন ২২ গজের মধ্যে যুদ্ধ করার প্রত্যেকটি কৌশল।
মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলার হিসেবেও দায়িত্ব পালন করেন মোসাদ্দেক। অল্প বয়সেই ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৪–১৫ সেশনে ৩টি শতক রয়েছে তার। সে সুবাদে কোচ হাথুরুসিংহে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পরীক্ষা নেন ২১ বছর বয়সী এ ক্রিকেটারের।
প্রথম ম্যাচেই ঝলক। সপ্তম উইকেটে ব্যাট করতে নেমে ৪৫ বল থেকে ৪৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন দলকে। নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি অর্ধশতক হাকানোর রেকর্ড রয়েছে তার। ৮৬তম খেলোয়াড় হিসেবে সাদা পোশাকটা গায়ে চাড়িয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টে