গনহত্যা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন
আপডেটঃ 9:48 pm | March 25, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ২৫ মার্চ “গণহত্যা দিবস” উপলক্ষে প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
শনিবার ২৫ মার্চ ১২টা এক মিনিটে মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের উদ্যোগে ময়মসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটুর পরিকল্পনায় নির্মিত ‘স্বৃতি অম্লান’ প্রাঙ্গনে মোমবাতি হাতে নিয়ে প্রজ্জলন কর্মসূচি পালন হরা হয়।
এসময় মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ বলেন, আমরা তরুন প্রজন্ম ৭১ দেখিনি,
পিতা হারানো সন্তানের আত্মচিৎকার দেখিনি কিন্তু আমরা ছাত্রলীগ জেনেছি ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে এ ইতিহাসের সমাপ্তি ঘটে। বাঙালি লাভ করে চূড়ান্ত বিজয়।
আরিফ বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস” হিসেবে পালন করার জন্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়। বঙ্গবন্ধু তনয়া দেশরতœ শেখ হাসিনা স্বাধীনতার ৪৪ বছর পর আবার একটি ইতিহাসের সৃষ্টি করেছেন। এসময় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ২৫ শে মার্চ হত্যা-নির্যাতনের বিচার দাবি জানান।