ভালুকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
আপডেটঃ 12:33 am | March 26, 2017
শেখ আজমল হুদা মাদানী: ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হবিরবাড়ী (আমতলী এলাকায়) কোকাকোলা কোম্পানীর সামনে এক পথচারীকে চাপা দিলে ঘটনা স্থৃলেই ২৫ মার্চ শনিবার বেলা ৩ টার দিকে
তার মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকা গামী একটি অজ্ঞাত প্রাইভেটকার পথচারী আব্দুস সালাম (৭০)কে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পরিচয়ের ট্রাক
চাপা দিলে ঘটনা স্থলেই পথচারী সালামের মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা, ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে হাজির হয়ে ৪০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ সৃষ্টি কারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। নিহত সালামের বাড়ী গফরগাঁও উপজেলার পাগলা গ্রামে। সে ওই এলাকায় বসবাস রত তার ছেলের বাড়ীতে বেড়াতে এসে দুর্ঘটনার স্বীকার হন।
ঘটনার ১০ মিনিট পর মহাসড়কের স্কয়ার মাস্টার বাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৬০) গাড়ী চাপা দিলে মারাত্বকভাবে আহত হয়।