“বিভিন্ন গ্রুপের রক্ত প্রয়োজন”
আপডেটঃ 3:24 am | March 26, 2017

ময়মনসিংহ প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গি আস্তানা সেনাবাহিনীর অভিযান ‘টোয়াইলাইট’র পাশে কয়েক দফা বোমা বিস্ফোরণে আদালত পরির্দশক এবং ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এসময় র্যাব-পুলিশ, সাংবাদিকসহ আরও ৪০ জন আহত হয়েছেন।
অনেকেই আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত। এ লড়াইয়ে আপনি আমরা সবাই আহতদের পাশে দাড়াই। অনেকেই আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত। বিভিন্ন গ্রুপের রক্ত প্রয়োজন।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো: রকিবুল ইসলাম রকিব তার নিজের ফেসবুক স্ট্যাটাসে সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন, ছাত্রলীগ নেতা, র্যাব, পুলিশ, সাংবাদিকসহ আরো অনেকেই আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত “বিভিন্ন গ্রুপের রক্ত প্রয়োজন”।
আহতদের বাঁচাতে হৃদয়বান মানুষকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করেছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের এ নেতা।