ভালুকায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
আপডেটঃ 1:05 am | March 28, 2017
শেখ আজমল হুদা ভালুকা প্রতিনিধি: ২৬ মার্চ রবিবার বিকালে ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু। জানা যায়, ঘটনার সময় চাঁনপুর গ্রামের মোশারফ হোসেনের শিশু পুত্র আসিফ (৬) বাড়ীর পাশে পানিতে ডুবে মারা যায়।
একই দিন সন্ধ্যায় একই গ্রামের নুরুজ্জামানরে শিশু কন্যা নাদিরা (২) বাড়ীর পাশে মুরগির বর্জ্য ফেলার গর্তে পরে মারা যায়। নিহত শিশু কন্যা নানির বাড়ীতে বেড়াতে এসে দুর্ঘটনায় মৃত্যু বরণ করে।