নান্দাইলে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের গণশুনানী
আপডেটঃ 10:31 pm | March 30, 2017

শামছুজ্জামান বাবুল, নান্দাইল ॥ ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিষ্ট্রী অফিসে দূর্নীতি দমন কমিশনের গণশুনানী মঙ্গলবার দুপুরে নান্দাইল সাব-রেজিষ্ট্রী অফিস প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি নান্দাইল উপজেলা শাখার সভাপতি ও সাবেক নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ গাজী আব্দুস সালাম ভূইয়ার (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
গণশুনানীতে অংশগ্রহন করে ভূক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, হাবিবুর রহমান আরজু, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল কদ্দুস, নাজিম উদ্দিন মাষ্টার, সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, ফজলুল হক ভূইয়া, এনামূল হক বাবুল, শংকর চন্দ্র বনিক, আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, আবুল হাসেম, মোঃ কামরুজ্জামান খান গেনু, মোঃ রফিকুল ইসলাম, শামছুজ্জামান বাবুল, নূরুল গণি ভূইয়া পলাশ প্রমূখ।
সাবরেজিষ্ট্রার নূর নেওয়াজ ও অফিস সহকারী চন্দনা পন্ডিতের দূর্নীতির চিত্র তুলে ধরে অবিলম্বে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া সহ বদলীর দাবী জানান অভিযোগকারীরা।
অভিযোগকারীদের অভিযোগে সেরেস্থার নামে প্রতি দলিল সরকারী ফিসের চেয়ে অতিরিক্ত ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করে। সাবরেজিষ্ট্রার তার নিজ এলাকা জামালপুরস্থ খড়খড়িয়া জামে মসজিদের নাম ভাঙ্গিয়ে দলিল প্রতি ৫০ টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যায়।
গণশুনানীতে নান্দাইল ১২ ইউনিয়নের দূর্নীতি দমন কমিশনের সদস্যবৃন্দসহ ভোক্তভোগী জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লেকচারার কামরুল হুদা আফজাল।