ভালুকায় ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন
আপডেটঃ 2:12 am | April 02, 2017
শেখ আজমল হুদা মাদানী ভালুকা ॥ ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন ১ এপ্রিল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পুরাতন বাসট্যান্ড এলাকায় এই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, উপজেলা ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম, এনামুল হক, স্বপন সরকার, রাইছুল ইসলাম, নাদিমুল হক ও পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ। মানব বন্ধনে বক্তারা জঙ্গিবাদ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।