ধোবাউড়ায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালিত
আপডেটঃ 2:19 am | April 02, 2017
ধোবাউড়া সংবাদদাতা ॥ শনিবার সকাল ১১টায় “ভূমি সেবা সহজীকরন ও জনসচেতনতা বৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধোবাউড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০১৭ পালিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, সদর ইউ পি চেয়ারম্যান এরশাদুল হক, ধোবাউড়া বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক কবির উদ্দিন, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাব উদ্দিন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার তাঁর স্বাগত বক্তব্যে বলেন, এখন থেকে সরকার নির্ধারিত ফি ১১,৭০ টাকায় নামজারি করতে পারবে ধোবাউড়ার মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন ভূমি অফিসের নাজির মোমিনুল ইসলাম মিন্টু।