ময়মনসিংহ জেলার বধ্যভুমি ও গনকবরগুলিকে সংরক্ষন করা হউক
আপডেটঃ 12:34 am | April 03, 2017
প্রদীপ ভৌমিক ॥ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে দখলদার পাকবাহিনী দেশব্যাপী ব্যাপক গনহত্যা চালায়। সেই গনহত্যাকে স্মরনীয় করে রাখার জন্য বাংলাদেশ সরকার ২৫শে মার্চকে জাতীয় ভাবে গনহত্যা দিবস উদযাপনের সিদ্বান্ত নেয় এবং আন্তর্জাতিক ভাবে গনহত্যা দিবসের সীকৃতি আদায়ের চেষ্টা করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ময়মনসিংহবাসীর দাবী জেলার বধ্যভুমি ও গনকবর গুলিকে রক্ষনাবেক্ষন ও সংরক্ষনের ব্যবস্থা করা হউক।