পূর্বধলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সশস্ত্র সম্মান
আপডেটঃ 10:45 pm | April 05, 2017

শাহ্জাদা আকন্দ : নেত্রকোনার পূর্বধলা উপজেলার ডাক বাংলো চত্ত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে সশস্ত্র সম্মান প্রদর্শন করা হয়েছে। বুধবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশের পক্ষ থেকে এ সম্মান প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক), ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন (পিপিএম), জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী প্রমূখ। পূর্বধলায় আসার পর মন্ত্রীকে সংসদ সদস্য, পুলিশ সুপার, বিজিবি ও আওয়ামী লীগসহ দলের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।