জামালপুরে বাবার হাতে শিশু সন্তান হত্যা
আপডেটঃ 11:05 am | April 08, 2017

মোঃ রিয়াজুর রহমান লাভলু ॥ জামালপুরের ইসলামপুর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে মিম নামে চার বছরের শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যা করেছে বাবা। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বেনুয়ার চর নামাপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, ইসলামপুরের বেনুয়ার চরের নামা পাড়া গ্রামের আব্দুল মালেকের সাথে মাজেদা বেগমের দাম্পত্য কলহ ছিল। আব্দুল মালেক ঢাকায় কাজ করেন। তিনদিন আগে বাড়িতে বেড়াতে আসেন। তার চার বছরের মেয়ে শিশু মিমকে নিয়ে বাড়ির কাছেই বেনুয়ার চর বাজারে অষ্টমী মেলায় যান। মেলা থেকে বাড়িতে ফেরার পথে মজা খাওয়ার কথা বলে বিষপান করান। বাড়িতে ফিরলে বিষক্রিয়ায় মিমের অবস্থায় অবনতির এক পর্যায়ে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
চরপুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুরুজ্জামান মাস্টার জানান, দীর্ঘদিন ধরেই ওদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। কলহের এক পর্যায়ে মাজেদা বাবার বাড়ি বেনুয়ার চর নামা পাড়ায় চলে আসেন। ঘটনার আগেরদিন মালেক ঢাকায় থেকে শশুরবাড়িতে আসেন। শিশু মিমকে মেলায় নিয়ে বেড়ানোর কথা বলে পথেরমধ্যে বিষপান করিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শিশুটির মাজেদা বেগম বাদী হয়ে বাবা আব্দুল মালেককে আসামী করে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-এ আলম খবরটি নিশ্চিত করে জানিয়েছে, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহত শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। সেই সাথে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।