মধ্যনগর থানাকে দুর্গত এলাকা ঘোষনার দাবীতে মানববন্ধন
আপডেটঃ 9:15 pm | April 09, 2017

কলমাকান্দা ও ধর্মপাশা থেকে শেখ শামীমঃ নেত্রকোণার কলমাকান্দার পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাকে দুর্গত এলাকা ঘোষণার দাবীতে হাজার হাজার কৃষক রবিবার মধ্যনগর বাজারে ২ কি.মি দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মজিদ, রুহুল আমীন খান, আলাউদ্দিন, উপানন্দ সরকার প্রমুখ।
টানা বর্ষন ও পাহাড়ী ঢলে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বোয়ালা, কাইলানী, মরিচাপুরি, শালদিঘা, ছোট গোড়াডাবা, হাইলি, বাইরমোরারী, পলিয়া, মেঘলা, মৌ-ডুবি হাওড়ের প্রায় ২৫ হাজার হেক্টর জমি বাঁধ ভেঙ্গে অথৈ পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায়নি।
এলাকায় হাহাকার বিরাজ করছে। মানববন্ধনে বক্তাগণ অবিলম্বে মধ্যনগর থানাকে দুর্গত এলাকা ঘোষনা, সকলকে ভিজিডি ও ন্যায্য মূল্যে চাউল প্রদানের জোরদাবী সহ জলমহালগুলো সকলের উন্মুক্ত করার দাবী জানান। ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার মানববন্ধনে সকল নদীসমূহ জরুরী ভিত্তিতে পুনঃখনন সহ স্থায়ী বেঁরীবাধ নির্মাণের দাবী জানান।