নান্দাইলে বাল্য বিবাহ ঠেকাল ছাত্রীরা
আপডেটঃ 9:55 pm | April 10, 2017

শাছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্রী সোমবার (১০ এপ্রিল) সম্মিলিতভাবে পৌর শহরের দশালিয়া গ্রামে একটি বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে। বাল্যবিবাহের খবর পেয়ে ছাত্রীরা দলবেধে কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙ্গে দিয়েছে। বিষয়টি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানকে ছাত্রীরা তার অফিসে গিয়ে অবহিত করেন। ছাত্রীদের মাঝে নেতৃত্ব দেন তুলি দেবনাথ, সানজিদা ইসলাম ছোঁয়া, স্নেহা বর্মন, জীবননিসা খানম শ্যামা, জান্নাতুল ইসলাম প্রান্তি, লিজুয়ানা, জেরিনা সুলতানা শাম্মী প্রখূখ।