নেত্রকোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আপডেটঃ 10:00 pm | April 10, 2017
শাহজাদা আকন্দ, নেত্রকোনা প্রতিনিধি ঃ প্রত্যন্ত গ্রামাঞ্চলের অবহেলিত কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষের ছেলে-মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাজারে মনোরম পরিবেশে গড়ে তোলা হেনা ইসলাম কলেজের ৫ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে কলেজের উদ্যোগে ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটির সভাপতি, সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১(অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুর রহমান খান ও মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান মানিক।
সভায় বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে। প্রতিষ্ঠার ৫ বছর পেরিয়ে গেলেও এখনও প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত না হওয়ায় শিক্ষার মান উন্নয়ন ব্যহত হচ্ছে। বক্তারা অবিলম্বে কলেজটিকে এমপিওভূক্ত করার জোর দাবী জানান। প্রধান অতিথি সাজ্জাদুল হাসান কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।