কেকেআরের নতুন অধিনায়ক টাইগার সাকিব আল হাসান
আপডেটঃ 6:31 pm | April 12, 2017

২০১১ সাল থেকে এ পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়েই খেলে আসছেন সাকিব।তবে এ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচই খেলেছেন গৌতম গম্ভিরের অধিনায়ক্ত্বে ।গতকাল কেকেয়ার পরিচালকে হঠাৎ’ই ইমেইলে জানিয়ে দেন গৌতম গম্ভিরের পক্ষে আর দলকে নেতৃত্ব দেয়া সম্ভব না ।
তিনি সে পদ থেলে অব্যহতি নেন তারপরই চিন্তার ভাজ পরে যায় কেকেয়াররের কপালে । নতুন অধিনায়ক খুজতে মরিয়া হয়েপরে কে কে আর পরিচালনা কমেটি । অতঃপর আসে সেই মহেন্দ্র ক্ষন ।
প্রেস কনফারেন্স ডেকে কে কে আরের নতুন অধিনায়ক হিসিবে সাকিবের নাম ঘোষনা করেন শাহ রুখ খান ।এ খবর শূনে আনন্দে উল্লাসে মেতে উঠে পুরো বাংলাদেশ ।