দুর্গাপুরে পুকুরে ডুবে ১শিশুর মৃত্যু
আপডেটঃ 7:59 pm | April 20, 2017
কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামে বৃহস্পতিবার সকালে নিজ পুকুরের পানিতে ডুবে জুবায়েদ হোসেন নামের আটার মাসের শিশুর মৃত্যু হয়।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দেড় বছরের শিশু জুবায়েদ হোসেন কে ঘরের বাড়ান্দায় রেখে তার মা পারিবারিক কাজ করছিল এমন সময় কোন ফাকে বাড়ীর সামনে থাকা পুকুরে গিয়ে সবার অজান্তে নেমে যায় এবং পানি খেয়ে উপরে ভেসে ওঠে ও সেখানেই শিশুটির মৃত্যু হয় বলে জানান এলাকার লোকজন।
মনের সন্দেহ দুর করার জন্যে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারি মেডিকেল অফিসার (সেকমো)মোঃ মাসুম তালুকদার শিশুটিকে মৃত ঘোষনা করেন।