ময়মনসিংহের প্রয়াত পৌর মেয়র মাহমুদ আল নূর তারেক এর ৮ম মৃত্যুবার্ষিকী আজ
আপডেটঃ 8:38 pm | April 22, 2017

স্টাফ রির্পোটার: আজ ২৩ এপ্রিল রবিবার ময়মনসিংহ পৌরসভার দুইবার নির্বাচিত জনপ্রিয় মেয়র মরহুম এড. মাহমুদ আল নূর তারেক এর ৮ম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলে আজ রবিবার বাদ আছর নগরীর জিলা স্কুল রোডস্থ জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরিবারের প থেকে আয়োজিত এ দোয়া মাহফিলে আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও সকল শ্রেণী পেশার মানুষদের উপস্থিত থাকার জন্য মরহুমের একমাত্র পুত্র ও তরুন আওয়ামীলীগ নেতা ফারামার্জ আল নূর রাজিব সকলকে অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, মরহুম তারেক ময়মনসিংহ জজ কোর্টের সাবেক পিপি, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির চার বার নির্বাচিত সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ময়মনসিংহের ঐহিত্যবাহী সিরাজ মেমোরিয়াল কাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।