নান্দাইলে ১০টাকা কেজির চালসহ মহিলা ডিলার আটক
আপডেটঃ 2:00 am | April 23, 2017
শামছুজ্জামান বাবুল, নান্দাইল ॥ ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় বাজার থেকে নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীনকে সাথে নিয়ে ৩টি দোকান থেকে ১০ টাকা কেজি মূল্যের ২২ বস্তা চাল আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মামুন মিয়ার দোকান থেকে ৮ বস্তা, হাবিবুর রহমানের দোকান থেকে ১১ বস্তা ও আবুল হাসেমের দোকান থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান লংগারপাড় বাজারের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাক শফিকুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম।
চাল কালো বাজারে বিক্রীর অভিযোগে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আরো জানা যায়, ইতিপূর্বে দুর্নিতীর অভিযোগে শফিকুল ইসলামের ডিলারশীপ বাতিল হওয়ায় তার স্ত্রী আকলিমাকে ডিলার করা হয়। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।