বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ এর উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আপডেটঃ 10:50 pm | April 24, 2017

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ এপ্রিল ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীতে বিকাল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ এর উদ্যোগে শিশু আনন্দ মেলা ২০১৭ শিশু নাট্য সাংস্কৃতিক উৎসব প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পরিষদ সচিব বনানী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ জেলা বিষয়ক কর্মকর্তা মো: মেহেদী জামান এর সঞ্চালনায় সাংস্কৃতিক উৎসব, শিশু নাট্য, সংগীত, নৃত্য, চিত্রাংকন, সাজ আপন মনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
বিজয়ী শিশু কিশোররা পুরস্কার পেয়ে আনন্দে উল্লোসিত হয়ে শিশু একাডেমী কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশু একাডেমী ময়মনসিংহের অফিস সহকারী মো: শফিকুল ইসলাম সহ অফিসের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।