ধোবাউড়ায় টর্নেডো কবলে মার্কাস মসজিদসহ ব্যাপক ক্ষয়ক্ষতি
আপডেটঃ 9:02 pm | April 27, 2017

সুলতান মামুন-ধোবাউড়া থেকে ঃ বুধবার সারাদিনের ভ্যাপসা গরমের পর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ময়মনসিংহের ধোবাউড়ায় আঘাত হানে টর্নেডো। প্রচন্ড ঝড়ে উপজেলা সদরের তাবলিগের মার্কাস মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ে মসজিদের সিমেন্টের তৈরি কিছু খুঁটি, টিনের চাল, বেড়া উড়িয়ে নিয়ে গেছে। এ রাতে ধোবাউড়া উপজেলায় ১০-১৫টি গ্রামে প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়তি হয়েছে। ঘরবাড়ি, প্রতিষ্ঠানসহ বিদ্যুতের লাইনেরও তিগ্রস্ত হয়।
এছাড়া অনেক গাছের বোঁটার বাঁধন ছিন্ন করতে বাধ্য হয়েছে কাঠাল ও কঁচি আম সহ বিভিন্ন জাতের ফল। চারিয়াকান্দা গ্রামের আবুল হাসিম জানান, ঝড়ে আমাদের গ্রামে বেশ কয়েকটি ঘরবাড়ী উড়ে গেছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ধোবাউড়া সদর ইউনিয়ন, বাঘবেড়, পোড়াকান্দুলীয়া ইউনিয়নের ১০-১৫টি গ্রামে ঝড়ে বাড়ীঘর, মসজিদ, মাদ্রাসা, গাছপালার তি হয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি মৌখিক ভাবে উর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মজনু মিয়া জানান, ধোবাউড়া, বিলপাড়, জৈনপট্রি, রাণীগাঁও, পূর্ববহুলী, খরিয়া, চারিয়াকান্দা, সানন্দখিলা, জিগারকান্দা, মদনপূর, পুর্ববতিহালা গ্রামে বাড়ীঘর ধর্মীয় প্রতিষ্ঠানের য়তি বেশি হয়েছে।
তিনি আরও জানান, য়তির পরিমাণ নির্ধারন করে ছবি সহ কর্তৃপরে কাছে প্রেরনের কাজ চলছে।