আগ্রাসী সৈন্যদের কফিনে ফেরত পাঠানো হবে, সৌদিকে সিরিয়ার হুমকি
আপডেটঃ 1:48 am | February 07, 2016

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে হুমকি দিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেম বলেছেন, আমাদের দেশে যেকোনো ধরনের অভিযানকে আগ্রাসন হিসেবে ধরে নেওয়া হবে। যে বিদেশি সৈন্যরা আগ্রাসনে আসবে তাদের কাঠের কফিনে ফেরত পাঠানো হবে।
সিরিয়ায় সৈন্য পাঠানোর বিষয়ে সম্প্রতি সৌদি আরবের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করায় শনিবার (৬ ফেব্রুয়ারি) এ হুমকি দিলেন আল-মোয়ালেম।
তিনি বলেন, দামেস্কের সঙ্গে চুক্তি ছাড়া সিরিয়ার মাটিতে যেকোনো ধরনের হস্তক্ষেপ আগ্রাসন হিসেবে বিবেচিত হবে…আমরা দুঃখের সঙ্গে বলছে যারা আগ্রাসনে আসবে, তাদের কাঠের কফিনে ভরে স্বদেশে ফেরত পাঠানো হবে।
গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আইএস দমনের নামে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো। একই অজুহাতে হামলা চালাচ্ছে রাশিয়াও। কিন্তু এরপরও সেখানে বিদ্রোহী, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সঙ্গে সিরিয়ার সরকারের প্রাণঘাতী যুদ্ধ বন্ধ হচ্ছে না।
এই সংকট সমাধানে সম্প্রতি রিয়াদের পক্ষ থেকে বলা হয়, অচলাবস্থা নিরসনে সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত সৌদি আরব।