দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক প্রদীপ ভৌমিকের ৬২ তম জন্ম বার্ষিকী পালিত
আপডেটঃ 12:02 pm | February 12, 2016

মোঃ মেরাজ উদ্দিন বাপ্পিঃ দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক প্রদীপ ভৌমিকের ৬২ তম জন্ম বার্ষিকী পালিত। বৃহস্পতিবার (১১.০২.১৬) রাতে চেম্বার অব কমার্স কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা যুবলীগের সহ-সভাপতি এডভোকেট পীযূষ কান্তি সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য কলমা কান্দা উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ফিরোজ, ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক আ.ন.ম. ফারুক, ময়মনসিংহ বিভাগীয় সংবাদ পত্র সম্পাদক পরিষদের যুগ্ন আহবায়ক মোঃ আজগর হোসেন রবিন, দৈনিক নবকল্যান পত্রিকার সম্পাদক নবদ্বীপ সাহা, মইনুল হোসেন তানভির, রাজু, তারেক প্রমুখ।
পরবর্তীতে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন এর কার্যালয়ে ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও সাবেক জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রদীপ ভৌমিকের ৬২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কেটে ও ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানাণো হয়। এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিহার রঞ্জন দে কৃষ্ণা, মহানগর আওয়ামীলীগের সদস্য নিখিল সাহা, মহানগর শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক সরোয়ার আলম, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ রতন, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সমর বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সুশান্ত দে, যুবলীগ নেতা নিতাই দে, সাংবাদিক হালিমসহ অন্যান সংগঠনের নেতৃবৃন্দ।