নান্দাইলে স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ ও পিডিএ বিতরণ
আপডেটঃ 8:11 pm | February 13, 2016

নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ ও পিডিএ বিতরণ করা হয়েছে। এরআগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাশেম-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। সেখানে উপস্থিত বিশেষ অতিথি ময়মনসিংহ সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফা কামাল, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. মালেক চৌধুরী স্বপন, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. জসীম উদ্দিন, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, প্রমূূখ স্বাস্থ্য কর্মীদের হাতে পিডিএ তুলে দেন।