ময়মনসিংহে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক
আপডেটঃ 5:09 pm | November 04, 2019

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে তিন কেজী গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ময়মনসিংহ র্যাব ১৪।
সোমবার বিকেলে র্যাব ১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মাদক বিক্রেতা হলেন- মোসাঃ শারমিন আক্তার (৩৫), মোঃ লিটন মিয়া (৩০)।
ময়মনসিংহ র্যাব ১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন, বিপিএম জানান, খাগডহর ঘুন্টি ঈদগাহ মাঠ আবুল হোসেন এর বাড়ির সামনে মদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে এমন সংবাদ বিত্তিতে অভিযান পরিচালনা করে (তিন) কেজী গাঁজা সহ মোসাঃ শারমিন আক্তার (৩৫), মোঃ লিটন মিয়া (৩০) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলাদায়ের করা হয়েছে বলেও জানান তিনি।