হাসপাতালে সাবেক ধর্মমন্ত্রীকে দেখতে সংস্কৃতি প্রতিমন্ত্রী
আপডেটঃ 8:17 pm | November 11, 2019

স্টাফ রিপোর্টার : অসুস্থ সাবেক ধর্মমন্ত্রী, মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি । আজ সোমববার তিনি সাবেক মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। সাবেক মন্ত্রীর আশু সুস্থতাও কামনা করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি । অধ্যক্ষ মতিউর রহমানের পারিবারিক সূত্র জানায়, শনিবার (৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের নিজ বাড়িতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সেযোগে তাকে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় মতিউর রহমানকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।