জামালপুরে সরিষাবাড়ী ট্রাকচাপায় একজনের মৃত্যু
আপডেটঃ 5:42 pm | November 15, 2019

মোঃ রিয়াজুর রহমান লাভলু ঃ জামালপুর সরিষাবাড়ীতে উপজেলায় ট্রাকের চাপায় একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর সড়কের কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মকবুল হোসেন (৭২)। তিনি কুমারপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী অটোবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মকবুল হোসেন নামে একজনের মৃত্যু হয় বাকী তিনজন আহত হন বলে জানান স্থানীরা। তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মহব্বত কবীর বলেন, ঘাতক ট্রাক চালককে শনাক্ত করা যায়নি এ ব্যাপারে কেউ অভিযোগ দায়ের ও করেনি।