নতূন সড়ক আইন ও পরিবহন বিষয়ে মতবিনিময় সভা অনুষটিত।
আপডেটঃ 8:34 pm | November 18, 2019

স্টাফ রিপোর্টারঃ জনাব ডঃ কামরুল আহসান,চেয়ারম্যান, বি আর টি এ মহোদয়ের সাথে ময়মনসিংহ বি আর টি এ অফিসে নুতন সড়ক আইন ও পরিবহন বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা। উপস্থিত ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে জনাব রবিউল হোসেন শাহীন,সম্পাদক (ট্রাক বিভাগ),শামসুল আলম তালুকদার, সম্পাদক, (বাস বিভাগ),জনাব আঃ কাদের চৌধুরী, সভাপতি,নিরাপদ সড়ক চাই,ময়মনসিংহ জেলা শাখা ও জনাব সিরাজুল ইসলাম,নবনির্বাচিত কোষাধ্যক্ষ, ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন।