সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৫অতিরিক্ত ডিআইজির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
আপডেটঃ 12:23 am | November 19, 2019

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৫ জন অতিরিক্ত ডিআইজি।
সোমবার দুপুর ১ টায় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিসিএস পুলিশ ক্যাডারের ২০ তম ব্যাচের পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, মো. আসলাম খান, শাহ মিজান শাফিউর রহমান, এ কে এম এহসান, মোল্লা নজরুল ইসলাম, জিহাদুল কবির, মঈনুল হক, শ্যামল কুমার নাথ, জাকির হোসেন খাঁন, মিরাজ উদ্দিন আহমেদ, মো. তবারক উল্লাহ, নুরে আলম মিনা, মো. ইলিয়াস শরীফ, মোস্তাক আহমেদ, মো. আনোয়ার হোসেন খান, ।
পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।