নিত্য পণ্য : ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে চার মন্ত্রণালয়
আপডেটঃ 2:26 pm | November 24, 2019

নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে শিল্প, কৃষি, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়।
রোববার দুপুর পৌনে ১টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক শুরু হয়েছে।
এফবিসিসিআই সভাপতি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর বছরব্যাপী চাহিদা, বাংলাদেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিক-নির্দেশনার বিষয়ে এ সভা হচ্ছে।