শহীদ ডা. মিলন দিবস আজ
আপডেটঃ 10:20 am | November 27, 2019

নব্বই দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ডা. শামসুল আলম খান মিলনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক মিলনের আত্মদানের মধ্য দিয়ে এরশাদবিরোধী আন্দোলন গতি পায়।
১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে মিলন নিহত হন। তার রক্তদানের মধ্য দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করবে। এছাড়াও সেখানে আলোচনা সভা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।