চঞ্চল-নাবিলার প্রথম গান অনলাইনে
আপডেটঃ 9:10 pm | February 18, 2016

বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। কিছুদিন আগে ছবিটির একটি টিজার অনলাইনে প্রকাশ করেছেন তিনি। ১ মিনিট তিন সেকেন্ডের টিজারে বেশ রহস্যঘেরা গল্পের ইংগিত পাওয়া যায়। এবার অনলাইনে প্রকাশ পেলো ছবিটির ভিন্ন রকম একটি গানের ভিডিও।
‘আলু পেঁয়াজের কাব্য’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের সঙ্গীতশিল্পী শান। গানটির কথা লিখেছেন রাজিব আশরাফ। সঙ্গীত পরিচালক অর্ণব।
পুরো গানটির দৃশ্যায়ন একটি বাজারে। যেখানে দেখা মেলে ছবিটির দুই চরিত্র চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলার।
২০১৫ সালে জুন থেকে শুরু হয়ে আগস্টে শেষ হয় ‘আয়নাবাজি’ ছবির শুটিং। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান ও পার্থ বড়ুয়া