বিজয় দিবসে বিজয়ের উল্লাসে আনন্দমোহন কলেজ শিক্ষক ও শিক্ষার্থী
আপডেটঃ 12:55 am | December 17, 2019

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ মহান বিজয় দিবস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ময়মনসিংহের গর্ব আনন্দ মোহন কলেজে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) কলেজের মাঠে শিক্ষার্থী বনাম শিক্ষকের মধ্যকার উক্ত প্রীতি ভলিবল ম্যাচে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মনোমুগ্ধকার এই খেলায় পয়েন্টের দিক থেকে শুরুতে শিক্ষার্থীরা এগিয়ে থাকলেও পরে ১ পয়েন্টে শিক্ষকের দলটি বিজয়ী হয়।
বিজয় দিবসে বিজয়ের উল্লাসে আনন্দ মোহন কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিককে কাদে তুলে আনন্দে মেতে উঠে।
এসময় উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন, সহ-সম্পাদক প্রফেসর স্বপন কুমার দাস, কোষাধ্যক্ষ নুরুল হক, হলের হোস্টেল সুপার আরিফুল রহমান, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত খোকন, যুগ্ম আহ্বায়ক শেখ সজল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম ফাহাদ, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হুদা আজাদ, ওয়াহিদুর রহমান সবুজ, উমর ইসলামসহ হল শাখা ছাত্রলীগের সভাপতি – সাধারন সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।