ফুলবাড়ীয়ায় বীরাঙ্গনার বয়ান মঞ্চায়িত
আপডেটঃ 11:14 pm | January 05, 2020

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় প্রাঙ্গণে রবিবার (৫ ডিসেম্বর ২০২০) বিকেলে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে “মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠানে”
অনসাম্বল থিয়েটার মঞ্চায়ন করেছে নাটক “বীরাঙ্গনার বয়ান” অভিনয়ে ছিলেন, আবুল মনসুর, আইরিন আক্তার পুষ্প।
নাটকটি রচনা করেন: রওশন জান্নাত রুশনি, নির্দেশনায় ছিলেন অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর।