ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ গামী এম্বুলেন্স পাটগুদাম ব্রীজমোড়ে গ্যাসের আগুনে পুড়ে ছাই।
আপডেটঃ 8:10 pm | January 07, 2020

স্টাফ রিপোর্টারঃ ৭ জানুয়ারী বিকাল অনুমান সাড়ে ৩ টায় ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী একটি এম্বুলেন্স ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজমোড়ে পৌছা মাত্রই এম্বুলেন্স এ থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে পুরো এম্বুলেন্স পুড়ে ছাই হয়ে যায় । এসময় সারা ব্রীজমোড় এলাকা আতংক আর থমথমে অবস্থার সৃষ্টি হয়। তবে এখবর শোনা মাত্রই কোতোয়ালি মডেল থানা পুলিশের এস আই কামাল ( মোবাইল – ১) দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ এ আনতে সক্ষম হন। সে সাথে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়। খোঁজ খবর নিয়ে জানাগেছে উক্ত এম্বুলেন্স টি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ হাসপাতাল গেইট এলাকা একুশে ডায়াগনোস্টিক সেন্টার থেকে ময়মনসিংহ এসে ছিলো ।