যুবাদের বিশ্বকাপ জয়ে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
আপডেটঃ 7:40 pm | February 16, 2020

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের জুনিয়র টাইগাররা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সার্বিক সহযোগিতায় জুনিয়র টাইগারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগ এ মিছিল করেন।
এসময় আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজের নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াসিন আরাফাত খোকন, মোঃ শেখ সজল, মাহফুজুল আলম ফাহাদ, রেদোয়ান হুদা আজাদ, জুনায়েদ হোসেন টিপু, ওয়াহিদুর রহমান সবুজ, ছাত্রনেতা মোঃ উমর ইসলাম, এসএম তফাজ্জল ফকির, আমানুর রহমান শৈবাল, মোঃ সাইফুল ইসলাম রাফি, মোঃ নাজমুল হোসেন, মস্তোফা কামাল, এএসএম সিফাত সহ কলেজ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।