ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
আপডেটঃ 8:56 pm | February 17, 2020

দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ করেছে।
রবিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি এস এম মনজুরুল ইসলাম, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো জামসেদুল আলম, বাকাশিঅকস সভাপতি ফরিদ আহমদ খান প্রমূখ।
দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকদের কর্মবিরতির চলছে।
শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীরা জানান, দেড় বছর ধরে শিক্ষকরা ২য় শিফটের কর্মবিরতি করছে। এ কর্ম বিরতির কারণে শিক্ষার্থী চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।