শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে আনন্দ মোহন কলেজ শহীদ মিনার
আপডেটঃ 11:49 pm | February 19, 2020

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচী পালন করেছে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আনন্দ মোহন কলেজ শিক্ষার্থীরা শহীদ মিনারটি পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে এ সময় শিক্ষার্থীদের সাথে শহীদ মিনার পরিষ্কারে কাজে অংশ গ্রহন করেন আনন্দ মোহন কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ ছাত্রবান্ধব শিক্ষক প্রফেসর নুরুল আফসার।
আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসার সবুজ ও শিক্ষার্থীরা এ সময় জানান, মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত দুই বছর যাবৎ তারা তাদের নীজ উদ্যোগে এই শহীদ মিনারটি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে স্ব স্ব বিভাগ কর্তৃক একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।